ডিস্কের বিন্যাস

যেখানে রেড হ্যাট Linux ইনস্টল করতে চান, তা বেছে নিন।

যদি আপনি কিভাবে পার্টিশন করতে হয় তা না জানেন এবং নিজ হাতে পার্টিশন করার সফটওয়ার ব্যবহারের জন্য আপনার সাহায্যের প্রয়োজন হয়, তবে প্রোডাক্ট ডকুমেন্টেশন পড়ুন।

যদি আপনি স্বয়ংক্রিয় পদ্ধতিতে পার্টিশন তৈরি করে থাকেন, তবে বর্তমানে পার্টিশনগুলো যে অবস্থায় আছে তা অপরিবর্তিত রাখতে পারেন (সেক্ষেত্রে পরবর্তী চাপুন) অথবা পার্টিশন তৈরির সফটওয়ার ব্যবহার করে নিজ হাতেই পার্টিশনের বিন্যাস পরিবর্তন করতে পারেন।

নিজ হাতে পার্টিশন তৈরি করতে গেলে বর্তমান হার্ড ড্রাইভ (বা ড্রাইভসমূহ) ও বিভিন্ন পার্টিশনের একটি তালিকা নিম্নে দেখতে পাবেন। পার্টিশন তৈরির সফটওয়ার ব্যবহার করে সিস্টেমে নতুন পার্টিশন তৈরি এবং বিদ্যমান পার্টিশন সম্পাদন বা মুছে ফেলতে পারবেন।

লক্ষণীয় যে, ইনস্টলেশন প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই একটি root পার্টিশন (/) তৈরি করতে হবে। এই পার্টিশনটি তৈরি করা না হলে ইনস্টলেশন প্রক্রিয়া রেড হ্যাট Linux'কে কোথায় ইনস্টল করা হবে তা বুঝতে পারবে না।

পার্টিশন তৈরি

চিত্রের সাহায্যে হার্ড ড্রাইভকে (বা ড্রাইভসমূহকে) উপস্থাপনের মাধ্যমে বিভিন্ন পার্টিশনের জন্য কি পরিমাণ স্থান বরাদ্দ করা হয়েছে তা আপনি দেখতে পারেন।

ছবির নিচে আপনি ফাইল সিস্টেমের একটি ক্রমবিন্যাস (hierarchy) দেখতে পাবেন যেখানে বিদ্যমান পার্টিশনগুলোকেও দেখানো হয়েছে। মাউস ব্যবহার করে কোন পার্টিশনকে চিহ্নিত করতে হলে একবার ক্লিক করতে হবে আর পার্টিশন সম্পাদন করতে হলে দুইবার ক্লিক করতে হবে।

আপনার সিস্টেম পার্টিশন করা হচ্ছে

মধ্যম সারির বাটনগুলো পার্টিশন তৈরির সফটওয়ারের কাজকর্ম নিয়ন্ত্রণ করে। এগুলো ব্যবহার করে আপনি পার্টিশন তৈরি, এডিট ও মুছে ফেলতে পারবেন। এছাড়া বিভিন্ন পরিবর্তন নিশ্চিত করার অথবা পার্টিশনসমূহ রিসেট করে পার্টিশন তৈরির সফটওয়ার থেকে প্রস্থান করার জন্যও রয়েছে পৃথক পৃথক বাটন।

নতুন: নতুন পার্টিশন তৈরির জন্য এই বাটনটি ব্যবহার করুন। এর ফলে একটি ডায়ালগ বাক্স আবির্ভূত হবে এবং এতে কিছু ঘর থাকবে যা অবশ্যই পূরণ করতে হবে (যেমন মাউন্ট করার অবস্থান, ফাইল সিস্টেমের ধরন, যে ড্রাইভে পার্টিশনটি তৈরি করা হবে, পার্টিশনের আকার ইত্যাদি)।

সম্পাদন: এই বাটনটির সাহায্যে বর্তমানে চিহ্নিত পার্টিশনের মাউন্ট অবস্থান পরিবর্তন করতে পারবেন। ফাঁকা স্থান (যদি থাকে) সম্পাদন করে আপনি নিজ হাতেও পার্টিশন তৈরি করতে পারেন। এভাবে ফাঁকা স্থান সম্পাদন করাটা অনেকটা পার্টেড (parted) ব্যবহার করার মত; তবে এক্ষেত্রে ফাঁকা স্থানের যেখান থেকে পার্টিশন আরম্ভ হবে আর যেখানে শেষ হবে তা আপনি নির্ধারণ করতে পারবেন।

মুছে ফেলা: পার্টিশন মুছে ফেলার জন্য এই বাটনটি ব্যবহার করুন।

রিসেট: আপনার করা পরিবর্তনগুলো বাতিল করার জন্য এই বাটনটি ব্যবহার করুন।

রেইড (RAID): আপনার রেইড সংক্রান্ত পূর্ব অভিজ্ঞতা থাকলেই কেবল রেইড বাটনটি ব্যবহার করুন। রেইড ডিভাইস তৈরি করতে হলে আপনাকে প্রথমে সফটওয়ার রেইড পার্টিশন তৈরি করতে হবে। একাধিক সফটওয়ার রেইড পার্টিশন তৈরির পর রেইড বাটন চেপে সফটওয়ার রেইড পার্টিশনগুলোকে একত্রিত করে একটি রেইড ডিভাইস তৈরি করুন।

এল.ভি.এম. (LVM): এল.ভি.এম. সম্পর্কিত পূর্ব অভিজ্ঞতা থাকলেই কেবল এল.ভি.এম. বাটনটি ব্যবহার করুন। এল.ভি.এম. লজিক্যাল ফাইল সিস্টেম তৈরি করতে হলে প্রথমে প্রকৃত (Physical) ফাইল সিস্টেম (এল.ভি.এম.) তৈরি করতে হবে। এরকম একাধিক ফাইল সিস্টেম তৈরি হয়ে গেলে এল.ভি.এম. বাটনটি চেপে এল.ভি.এম. লজিকাল ফাইল সিস্টেম তৈরি করুন।

রেইড (RAID) ডিভাইস/এল.ভি.এম. (LVM) ফাইল সিস্টেম গ্রুপের সদস্য আড়াল করো: আপনি যদি কোন বিদ্যমান রেইড ডিভাইস বা এল.ভি.এম. ভলিউম গ্রুপের সদস্যকে দেখতে না চান তবে এই অপশনটি বেছে নিন।